পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজের নাম লিখলেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এই বাংলাদেশি স্পিনার ৫ উইকেট তুলে এই কীর্তি গড়েছেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজ রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে মিরাজের নাম লিপিবদ্ধ করার ছবি প্রকাশ করেছে। এ সময় হাসিমুখে অনার্স বোর্ডের সামনে ছবিও তুলেছেন এই অলরাউন্ডার। যেখানে এই বোর্ডে সাকলাইন মুশতাক, কোর্টনি ওয়ালশ, স্টুয়ার্ট ম্যাকগিল কিংবা মুশতাক আহমেদদের মতো কিংবদন্তিদের নামের সঙ্গে স্থান পাচ্ছে মেহেদী হাসান মিরাজের নাম।
ছবি সংগৃহীত
৩১ শে আগষ্ট শনিবার পাকিস্তানের মাটিতে নিজের ক্যারিয়ারে বোলিংয়েরও দেখা পেয়েছেন মিরাজ। এর আগে বিদেশের মাটিতে মিরাজ ৫ উইকেট পেয়েছেন দুবার। পাকিস্তানকে ধসিয়ে দিতে তার খরচ করতে হয়েছে মোটে ৬১ রান। পেয়েছেন পাকিস্তানের সর্বোচ্চ দুই রান সংগ্রাহকের উইকেট। শান মাসুদ এবং সাইম আইয়ুব দুজনেই ফিরেছেন তার বলে।
এদিকে খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী আর আবরার আহমেদকে আউট করে পাকিস্তানের টেলএন্ডের লাগামটাও টেনে ধরেছিলেন এই স্পিনার, রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের দাপটের দিনের অনেকটা কৃতিত্ব তাই মিরাজই পাচ্ছেন। মিরাজ ও নিয়ন্ত্রিত বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে তিনশর নিচে আটকিয়ে রাখতে সক্ষম হয় বাংলাদেশ। প্রথম টেষ্টে পাকিস্তান হেরেছে ১০ উইকেটে, দ্বিতীয় টেষ্টে ড্র করলেও সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের।
Leave a Reply