স্কুলের খেলার মাঠ প্রাঙ্গণে আলোকসজ্জা ও প্যান্ডেলের মাধ্যমে তারা স্টল তৈরি করেন এক একটি স্টলে রাখা হয় শীতের ঐতিহাসিক নানান ধরনের পিঠা এবং সকল ছাত্র – ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে সাভার ইম্পেরিয়াল স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রফিক ফিতা কেটে পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ ব্যাপারে সাভার ইম্পেরিয়াল স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রফিক বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমাদের ছাত্র – ছাত্রীরা প্রতিযোগিতায় লেখাপড়া করেন এতে করে তারা ছুটির সংখ্যা খুবই কমই পান আমাদের সময় গ্রীষ্মকালীন ছুটি শীতকালীন ছুটি এবং শীতের ছুটিতে নানা বাড়ি গিয়ে নানীর হাতের তৈরি ভাপা পিঠা, চিতই পিঠা, নকশী পিঠা, ইত্যাদি পিঠা খাওয়া যে কত আনন্দ, সে আনন্দ তারা শহরে সহজে পায় না, অনেক পিঠার সাথে তারা পরিচিত নয়।
এ সকল চিন্তা করে যাতে আমাদের বাচ্চারা সকল পিঠার সাথে পরিচিত হয় এবং নানা ধরনেন পিঠা ভিন্ন ভিন্ন স্বাদ গ্রহণ করতে পারে, শীত আসবে আর পিঠা খাওয়া হবে না এ স্লোগান সামনে রেখে আমাদের পিঠা উৎসব।
Leave a Reply