ছবি সংগৃহীত মীর আহমাদ বিন কাসেম (আরমান)
রাজধানী মিরপুর গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়েতে ইসলাম ঢাকা – ১৪, সংসদীয় আসন – ১৮৬ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) তিনি প্রয়াত শহীদ মীর কাসেম আলীর সুযোগ্য পুত্র। ২৪ ই অক্টোবর শুক্রবার সকালে মিরপুর শিয়াল বাড়ী থেকে বিশাল শোডাউন ও গণসংযোগ শুরু করেন।
গণসংযোগে অংশ গ্রহণ করে ঢাকা – ১৪ আসনের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ডের সকল জামায়েতে ইসলামের হাজার হাজার নেত্রীবৃন্দ ও সাধারণ মানুষ।
গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, “জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখেন, তাহলে সরকারিভাবে সবার চিকিৎসা সেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ। শিক্ষাব্যবস্থাকেও আধুনিক ও যুগোপযোগীভাবে সংস্কার করতে হবে, যাতে নতুন প্রজন্ম জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়।”
জামায়াতের নেতৃত্বকে সৎ ও শৃঙ্খলাবদ্ধ দাবি করে ব্যারিস্টার আরমান বলেন, তাদের দলে পরিবারতন্ত্র বা গ্রুপিং নেই এবং নিষ্ঠা ও যোগ্যতার মাধ্যমেই নেতৃত্বের পর্যায়ে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে।
ঢাকা-১৪-এর প্রধান সংকট হিসেবে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকের বিস্তারকে উল্লেখ করেন। মসজিদ কমিটি, শিক্ষক এবং পরিবারগুলোর সহযোগিতায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে আহমেদ বিন কাশেম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে—এমন প্রস্তুতিই তারা রাখছেন। একই সঙ্গে তিনি জুলাই সনদের গণভোট নভেম্বরের মধ্যেই সম্পন্ন করার দাবি জানান এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানান।
ব্যারিস্টার আরমানের দাবি, নারীরা, তরুণরা এবং শ্রমজীবী মানুষের কাছ থেকে তাদের ব্যাপক সাড়া মিলছে এবং জনগণ বিশ্বাস করছেন—জামায়াতের নেতৃত্বে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব। উলেক্ষ্য মীর আহমাদ বিন কাসেম তিনি দীর্ঘ ৮ বছর আয়না ঘর থেকে মুক্তি পান ৬ ই আগষ্ট ২০২৪ ফ্যাসিবাদের পতনের পর।
Leave a Reply