আমরা যারা মিরপুরের সন্তান মিরপুরের মানুষের সকল দুঃখ – কষ্ট ও সমস্যা বুঝি, এমনি মন্তব্য করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ও দারুসসালাম থানা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক এস. এ সিদ্দিক সাজু।
২৭ ই অক্টোবর সোমবার বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য গণসংযোগ ও লিফলেট বিতরণ পদযাত্রা কর্মসূচী পালন কালে তিনি বলেন, বিগত ১৬ বছরেরও বেশি সময় আপনারা দেখেছেন,
আমি মিরপুরের মানুষের পাশে ছিলাম, আছি, ও থাকবো, পানি, গ্যাস, মাদক সহ মিরপুরের মানুষের সকল সমস্যা, সমাধানে আপনাদের সাথে নিয়ে কাজ করবো,মিরপুরের মানুষের দুঃখ কষ্ট অন্য কেউ বুঝবে না, “আমরা যারা মিরপুরের সন্তান তারা মিরপুরের মানুষের সকল প্রশংসা সমাধানে এক হয়ে কাজ করবো” পদযাত্রায় অংশ গ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পদযাত্রা ও লিফলেট বিতরণঃ
মিরপুর – ১, অবস্থিত সুলতানুল আউলিয়া হযরত শাহ্ আলী (রাঃ) মাজার প্রাঙ্গন থেকে শুরু হয়ে ঢাকা -১৪, আসনের আওতাধীন বিভিন্ন থানার সড়ক প্রদক্ষিণ করে, এসময় অশং গ্রহণকারীদের ধানের শীষ প্রতীকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে এসে সমাপ্ত হয়। এ পদযাত্রায় অংশ গ্রহণ করে মিরপুর, শাহআলী,দারুসসালাম, রূপনগর আংশিক, কাউন্দিয়া ইউনিয়ন বনগাঁও, বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মী ও সমর্থক এবং সাধারণ মানুষ।
Leave a Reply