1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

প্রকাশ পেলো সালমা’র নতুন গান ‘বন্ধু কী মন্ত্রনা জানে রে’

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৪ বার পঠিত

কণ্ঠশিল্পী সালমা আক্তার (ছবি সংগৃহীত) 

এবার প্রকাশ পেলো বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন সালমা, তার কণ্ঠে ‘বন্ধু কী মন্ত্রনা জানে রে’ গানটি।

প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমা’র নতুন গান ‘বন্ধু কী মন্ত্রনা জানে রে’। গানটি লিখেছেন ও সুর করেছেন দেওয়ান জসীম। গানটিতে সালমার সহশিল্পী সজীব শান। গানটির সঙ্গীতায়োজন করেছেন সাজন খান। আসিফ আহসান গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। গানটি গতকাল একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি নিয়ে সালমা বলেন,’ সাধারণত যে ধরনের গান আমি গেয়ে থাকি এবং আমার ভক্ত শ্রোতারা আমার কণ্ঠে যে ধরনের গান শুনতে অভ্যস্ত, এই গানটি ঠিক তেমনি একটি গান। আশা করছি শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগবে। কারণ গানের কথা ও সুর বড় বেশি মায়ায় ভরা। ধন্যবাদ গানের গীতিকার, সুরকার ও সঙ্গীতায়োজককে। ধন্যবাদ গানের মিউজিক ভিডিও নির্মাতাকেও। কারণ যত্ন নিয়েই সব কাজ করা হয়েছে। এই গান ছাড়াও সামনে আমার আরো বেশকিছু নতুন মৌলিক গান আসতেছে। সেই গানগুলো নিয়েও আমি ভীষণ আশাবাদী। এদিকে গত বছর সেপ্টেম্বর মাসে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত সালমা ও শাহীন রানার কন্ঠে প্রকাশিত ‘বন্ধু মায়ার জাদু জানে’ গানটি প্রকাশিত হয়েছিলো। এক বছরের মধ্যে গানটি শ্রোতা দর্শকের মধ্যে ভীষণ জনপ্রিয়তা লাভকরে। বিশেষ করে গ্রামে গঞ্জে গানটি দারুণ জনপ্রিয়তা পায়। যে কারণে একই চ্যানেলের জন্য ‘পরাণ বান্ধ পরাণে’ শিরোনামের আরো একটি গান গেয়েছেন সালমা। এই গানে তার সহশিল্পী কাজী শুভ। গানটি গত ২ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন তানভীর আহমেদ। সুর করেছেন কাজী শুভ। এই গানটি নিয়েও ভীষণ প্রত্যাশা সালমার। স্টেজ শো এবং নতুন গান প্রসঙ্গে কন্ঠ শিল্পী সালমা বলেন সত্যি বলতে কী এই মুহুর্তে স্টেজ শো দেশজুড়েই অনেক কম। তারপরও আমি স্টেজ শো নিয়ে বেশ ভালো ব্যস্ত আছি। কয়েকদিন আগেই কক্সবাজার স্টেজ শো করে এলাম। সামনে পরপর আরো দু’টি স্টেজ শো’তে গাইবো। এছাড়াও নভেম্বর এবং ডিসেম্বর জুড়ে আরো বেশ কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করবো। এটা সত্যি যে স্টেজ শো’তে সাধারণত ফোক গান, লালনগীতি গাইতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। এর পাশাপাশি যখন আধুনিক গানেরও অনুরোধ আসে, তাও গাইবার চেষ্টা করি। তবে সব স্টেজ শোতেই একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই গাইতে হয়। যে কারণে ফোক গান বা লালনগীতিই বেশি গাওয়া হয়ে থাকে। আমি নিজেও স্বাচ্ছন্দ্যবোধ করি। এরমধ্যে বেশকিছু নতুন গানও গেয়েছি।

গানগুলো কিছুদিনের মধ্যেই প্রকাশ হবে বলে বলেন তিনি।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12