রাজধানী ঢাকায় বিনোদনের জন্য জাতীয় চিড়িয়াখানা একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দর্শনার্থীদের, মিরপুরে অবস্থিত বিনোদন কেন্দ্রটি পর্যটকদের অকর্ষনের কোন কমতি নেই বললেই চলে, বিষেশ করে চিড়িয়াখানায় শিশু ও শিক্ষার্থী দর্শনার্থীর সংখ্যা বেশী। এই গুরুত্বপূর্ণ বিনোদনের স্থান জাতীয় চিড়িয়াখানায় এবার একটি সিংহ খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার মত ঘটনা ঘটেছে। শুক্রবার ০৫ ডিসেম্বর ২০২৫, বিকাল আনুঃ ৫.১০ মিনিটে ঘটনাটি ঘটে।
জাতীয় চিড়িয়াখানা সূত্রে জানা যায় বিকাল শিফটে খাবার দিয়ে অসাবধানতায় খাঁচার তালা লাগাতে ভুলে গেলে সিংহটি খাঁচার বাইরে বেরিয়ে যায়। সিংহটি খাঁচা থেকে বের হয়ে ২য় বেরিকেটের মধ্যেই ছিল। প্রায় অন্ধকারকাচ্ছন্ন হয়ে যাওয়ায়। দর্শনার্থীরা চিড়িয়াখানা হতে বেরিয়ে পরে, সিংহটি দ্বারা কোন ব্যক্তি কিংবা অন্য পশু আহত বা হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার সাথে কথা বলে জানা যায় যে তাদের একাধিক গানম্যান চারদিকে কর্ডন করে পজিশন নিয়ে ছিল। বন্দুকের মাধ্যমে সিংহের শরীরে এনেস্থিসিয়া ইনজেকশন দেয়া হয়েছে। এর প্রভাবে অজ্ঞান হয়ে পরলে সিংহটিকে ০৭.১৫ মিনিটে দুই ঘন্টার চেষ্টায় খাঁচায় ঢোকাতে সক্ষম হয়। তিনি বলেন এ বিষয়ে আমাদের মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি করবে, এবং আমরাও এক তদন্ত কমিটি করবো। কারো কর্তব্য পালনে অবহেলা হলে তা অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে জানান। উল্লেখ্য হাতির আঘাতে প্রাণ হারিয়ে মারা গিয়েছে একজন, গত মাসে নভেম্বরের লেগে মারা গিয়েছে একজন,
“এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান” প্রতি
বছর প্রায় ৩০ লক্ষ দর্শনার্থী জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন।
২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয়।
ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট ৩৭.৫ মিলিয়ন টাকা, যার মধ্যে ২৫ মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয়। এত কিছুর পরও জাতীয় চিড়িয়াখানাটি দিন দিন জনমনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে? দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
Leave a Reply