1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

সন্দ্বীপে মঞ্চে ‘পাকিস্তান পাকিস্তান – জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পঠিত

ছবি সংগৃহীত 

চট্টগ্রামে সাউথ সন্দ্বীপ বিদ্যালয়ের মাঠে কোরআন তিলওয়াত প্রতিযোগিতা মাহফিল অনুষ্ঠিত হয়, ৩০ ই নভেম্বর। সেখানে মঞ্চে পাকিস্তানি প্রতিযোগী উঠলেই মঞ্চে থাকা সঞ্চালক ‘পাকিস্তান পাকিস্তান বলে স্লোগান দেন, সামনের সারিতে থাকা ও অন্যান্ন দর্শকরাও তার সাথে সুর মিলিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান ধরেন। ১ ডিসেম্বর সকালে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বিষয়টি নিয়ে ব্যপক আলোচনা – সমালোচনার সৃষ্টি হয় জনমনে ভিডিওটিতে স্লোগানের সময় স্থায়ী ছিল ২০ সেকেন্ড।
সম্মেলনে উপস্থিত আরও এক ব্যক্তি বলেন, মূলত ইরান, মিসর, ফিলিপাইন ও পাকিস্তানের প্রতিযোগীরা সম্মেলনে অংশ নেন। প্রতিযোগী মঞ্চে এলে সঞ্চালক স্লোগান ধরেন।

অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে দেখা যায়, মিসরের বক্তা মঞ্চে ওঠার পর ‘মিসর জিন্দাবাদ’ স্লোগানে তাকে স্বাগত জানানো হচ্ছে।

ভাইরাল ভিডিওটির বিষয়ে জানতে আয়োজক প্রতিষ্ঠান সাওতুল কোরআন ইনস্টিটিউটের পরিচালক হাফেজ তাওহিদের মুঠোফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি, ঘটনাটি চঞ্চল্যের সৃষ্টি করে এলাকায়।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সন্দ্বীপের বীর মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোলায়মান বাদশা বলেন, ‘পাকিস্তান জিন্দাবাদ’-এর নিন্দা জানাই।

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে আমি জানিয়ে দিতে চাই, এমন স্লোগান আমরা সহ্য করব না।’

এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপের নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা ভিডিওটি দেখেননি উল্লেখ করে বলেন, ‘ভিডিওর বিষয়টি কেউ আমার নজরেও আনেনি। যদি এমনটি হয়, তা দুঃখজনক। আমি ঘটনার বিস্তারিত জানতে চেষ্টা করব।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন,কেউ যদি এমন স্লোগান দিয়ে থাকেন, তাহলে আমরা যথাযথভাবে তা খতিয়ে দেখবো বলে জানান তিনি।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12