মহেশপুর সীমান্ত থেকে খুলনা – ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ্রকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) রবিবার রাতে বিজিবির সদর দপ্তরের এক বার্তায় জানানো হয়,অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক এই সংসদ সদস্যকে আটক করা হয়। রাজধানী গুলশান থেকে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী কে আটকের কয়েক ঘন্টার মধ্যে নারায়ণ চন্দ্র চন্দ্রকে আটকের তথ্য পাওয়া গেল। এখন পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকারের কয়েক ডর্জন এমপি মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে গ্রেফতার অভিযানে তাদের আটক করা হয়েছে বিভিন্ন মামলায়।
খুলনা- ৫ আসন (ডুমুরিয়া-ফুলতলা) থেকে ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হন নারায়ন চন্দ্র। পরে শেখ হাসিনার মন্ত্রিসভায় তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
৭৯ বছর বয়সী এই রাজনীতিক এর আগে প্রতিমন্ত্রী হয়েছিলেন। স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা নারায়ণ চন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন।
তিনি ২৫ জানুয়ারি ২০১৪ থেকে ২ জানুয়ারি ২০১৮ পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ও ২ জানুয়ারি ২০১৮ থেকে ৭ জানুয়ারি ২০১৯ পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
Leave a Reply