১৯ আগস্ট , মঙ্গলবার, রাজধানীর মিরপুর-১ সনি সিনেমা হলের বিপরীতে অবস্থিত স্বাধীন বাংলা সুপার মার্কেট কর্তৃপক্ষের উদ্যোগে বিকেল ৪.০০ টায়, উক্ত মার্কেটে অবস্থিত স্বাধীন বাংলা রেস্টুরেন্ট (নিচ তলা) জুলাই শহীদ পরিবারের নিকট দলিলসহ দোকান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আয়োজনে স্বাধীন বাংলা সুপার মার্কেটের আওতাধীন ৫টি দোকান প্রতীকী মূল্য ১০১ টাকার বিনিময়ে আর্থিকভাবে অস্বচ্ছল ৫ জন জুলাই শহীদ পরিবারের নিকট দলিলসহ হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বাধীন বাংলা মার্কেটের মালিক ফোকরুল ইসলাম ফরহাদ ও ইউনুস মিয়া উপস্থিত থেকে শহীদ জুলাই পরিবারের নিকট দলিল সহ দোকান হস্তান্তর করেন এসময় উপস্থিত ছিলেন শহীদ জুলাই পরিবারের সদস্য সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য, গত ০৪ আগস্ট ২০২৫ তারিখে “মিরপুর ফ্যাসিস্টমুক্ত দিবস-২০২৫” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাধীন বাংলা সুপার মার্কেট কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল যে, মিরপুর এলাকায় শহীদ হওয়া ৫ জন শহীদ পরিবারের কাছে আজীবন ব্যবহারের জন্য দোকান বরাদ্দ দেওয়া হবে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে নিম্নোক্ত ৫ জন শহীদ পরিবারের হাতে দোকানের দলিল তুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। দলিল গ্রহীতারা হলেন,
১/ শহীদ সিফাত, কামাল হাওলাদার
সম্পর্ক: পিতা,
২/ শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারী, আব্দুল্লাহ আল মারুফ পাটোয়ারী
সম্পর্ক: ভাই
৩/ শহীদ হাফিজুর রহমান,
মোছাঃ বিথী খাতুন
সম্পর্ক: স্ত্রী
৪/ শহীদ ফজলু, সুরাইয়া
সম্পর্ক: স্ত্রী
৫/ শহীদ মনিরুজ্জামান মোল্লা, সামিরা ইসলাম তানবী
সম্পর্ক: স্ত্রী।
Leave a Reply