1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

দৈনিক স্বদেশ বিচিত্রা’র  অফিসে হামলা ও সম্পাদককে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৮ বার পঠিত

রাজধানীর মতিঝিলে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার  অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে ভুমিদস্যু ইমতিয়াজ উদ্দীন হিরনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী অফিসে ঢুকে স্টাফদের জোরপূর্বক বের করে দেয় এবং অফিসে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোঃ ইমতিয়াজ উদ্দিন হিরন, ফ্যাসিবাদের দোসর নান্নু এবং আরও অন্তত দুইজন অজ্ঞাত ব্যক্তি হামলায় অংশ নেয়। তারা অফিসের পোস্টার ছিঁড়ে ফেলে এবং কর্মীদের হেনস্তা করে।
হামলাকারীদের বিরুদ্ধে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার  বিশেষ প্রতিনিধি তৌহিদুল ইসলাম কনক থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেছেন। তিনি জানান, ঘটনার সময় মতিঝিল থানার কিছু পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন, তবে হামলাকারীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যায়।
অভিযোগে উল্লেখিত আসামিরা হলেন ১/ মোঃ ইমতিয়াজ উদ্দিন হিরন (৫১), ২/ মোঃ ইমদাদুল হক (৫৬), ৩/ খাঁন তারিকুল ইসলাম (৪৫), ৪/মোঃ আমির বক্স মন্ডল (৫৫),  ৫/মোস্তাক আহমেদ (৬৪),
তৌহিদুল ইসলাম কনক বলেন, “এই ঘটনায় আমাদের পত্রিকার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। সম্পাদক, প্রকাশক ও স্টাফদের জীবনের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছে।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মতিঝিল থানায় লিখিত অভিযোগ দাখিলের চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12