1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

এবার মুমিনুলের পর মুশফিকের পক্ষে কথা বললেন জাকির আলি

ক্রিড়া ডেক্স
  • আপডেট টাইম : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পঠিত

মুশফিকুর রহিম সংগৃহীত ছবি

  1. মুশফিকুর রহিম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার, বাংলাদেশের হয়ে অনেক ম্যাচেই সাফল্য এসেছে তার হাত ধরে, তিনি দলের একজন নির্ভরযোগ্য ও পরিশ্রমী ক্রিকেটার এটা সকলেরই অজানা নয়, পঞ্চ পান্ডবের এক পান্ডব এই মুশফিক।

এবার মুমিনুলের পর তার পক্ষেই কথা বললেন জাকির আলী।

মুশফিকুর রহিম পরিশ্রম করেন–এটা সবার জানা। বাংলাদেশ দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারদের তালিকা করলে তার নাম ওপরের দিকেই থাকবে। কিন্তু সাম্প্রতিক সময়ে মুশফিকের এই পরিশ্রম কাজে আসছে না। শেষ ১২ ইনিংসে হাফ সেঞ্চুরি নেই, চার ইনিংস তো দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি।জিম্বাবুয়ের  বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট সামনে রেখে শনিবার (২৬ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে  জাকের আল

জাকের দলের সব ব্যাটারদেরই ভালো করার তাগিদ দিয়েছেন, ‘ব্যাটার যতজন আছে, সবারই দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে করতে হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেননি। প্রথম ইনিংসে মোটে ১৯১ রানে অলআউট হয়ে ম্যাচের নিয়ন্ত্রণ তখনই সফরকারীদের তুলে দেন জাকেররা।

জাকেরের আগে মুশফিকের জন্য ঢাল ধরেছিলেন মুমিনুলও, ‘আমি কোনোভাবেই ওনাকে নিয়ে চিন্তিত নই। এত দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, উনি জানেন কীভাবে ফিরে আসতে হয় আর কীভাবে রান করতে হয়। এটা ভুলে যাওয়া উচিত নয়, উনি বাংলাদেশ দলের জন্য কী করেছেন আর ওনার রানটা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু কী করতে পারেন। ঠিকতাই নতুন করে তাকে নিয়ে কিছু বলার নেই,

আগামী সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। জিম্বাবুয়ের সাথে টেষ্ট ম্যাচ জয় করে সমতায় ফিরবে না হেরে পরাজয়ের সাধ দেবে অগনিত ক্রিকেট ভক্তদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12