1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

ভোলা – বরিশাল সেতু নির্মান সহ ৫ দাবীতে তেঁতুলিয়া নদী সাঁতরে পাড়ি ২২ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৩ বার পঠিত

ছবি সংগৃহীত 

ভোলা – বরিশাল সেতু নির্মান কাজের দৃশ্যমান অগ্রগতি সহ ৫ দফা দাবী আদায়ের অংশ হিসেবে ভোলায় ২২ শিক্ষার্থী তেঁতুলিয়া নদী সাঁতরে পাড়ি দিয়েছে। পায়ে হেটে ভোলা টু ঢাকা সেতু ভবন অভিমূখে লংমার্চ কর্মসূচীতে প্রায় পৌনে এক কিলোমিটার নদী সাঁতার কাটেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পাশ থেকে তেঁতুলিয়া নদীতে সাঁতার শুরু করেন তারা। এরপর প্রায় পৌনে এক কিলোমিটার নদীতে সাঁতারে চর চটকিমারা খেয়াঘাট গিয়ে উঠেন শিক্ষার্থীরা।

এর আগে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার ফ্যাশন স্কয়ারের সামনে থেকে ২২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয় লংমার্চটি। গত তিন দিন পায়ে হেঁটে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলার ওপর দিয়ে বৃহস্পতিবার লংমার্চটি পৌঁছায় ভোলা সদরে। এরপর সেখান থেকে ফের শুরু হয় ঢাকামুখী লংমার্চ। যা বরিশালের উপর দিয়ে ঢাকার সেতু ভবনের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

মূলত পাঁচ দফা দাবিতে এ লংমার্চ শুরু করেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলার ঘরে ঘরে পাইপলাইনে গ্যাস সংযোগ, গ্যাসভিক্তিক শিল্প কল-কারখানা স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ। এই লংমার্চে অংশ নেওয়া বেশিরভাগ শিক্ষার্থীরা ভোলার বিভিন্ন কলেজে অধ্যয়নরত আছেন।
লংমার্চে অংশ নেয়া শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমরা দীর্ঘদিন ধরে ৫ দফা দাবিতে আন্দোলন করে আসছি। সরকারের উচ্চপদস্থ দায়িত্বশীলরা আমাদের কথা দিয়েছিল; আগামী ডিসেম্বরে ভোলা- বরিশাল সেতু নির্মাণের দৃশ্যমান কাজ শুরু করাসহ আমাদের ৫ দফা দাবি বাস্তবায়নে কাজ করবে। কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না। আমাদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সেতু ভবনের অভিমুখে চরফ্যাশন উপজেলা থেকে পায়ে হেঁটে শুরু হওয়া লংমার্চ চতুর্থ দিনে তেতুলিয়া নদী সাঁতরে বরিশালের শ্রীপুরে পৌঁছেছে। এসময় দীর্ঘক্ষণ নদীতে সাঁতার কাটায় আমাদের মধ্যে একজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন। তবে চিকিৎসা শেষে তিনি আবারও লংমার্চে যোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, যেহেতু ভোলা থেকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌযান। নদী পার হওয়ার সময় নৌযানে না উঠে লংমার্চে অংশগ্রহণকারীরা নদী সাঁতরে প্রতিবাদ জানিয়েছি। আমাদের লংমার্চ চলবে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12