1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

হিউম্যান এইড ইন্টারন্যাশনালের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার পঠিত

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে নেয়া হয়েছে ছবিটির ডানে আজগর হোসেন।

১০ ডিসেম্বর ২০২৫ (বুধবার) জাতীয় প্রেসক্লাবের সামনে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল’র উদ্যোগে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সংস্থাটি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস কার্যালয়ের সামনে থেকে সকাল ৮.৩০ মিনিটে একটি র‌্যালি বের করে, যা পরে জাতীয় প্রেসক্লাব অভিমুখে অগ্রসর হয়। “জনবান্ধব রাজনীতির দাবি” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদ্যাপন করছে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল। সংগঠনের পক্ষে সংগঠনের সাংগঠনিক সচিব শেখ মিঠু মোল্ল্যা বলেন, এক পত্রে মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোকে পঞ্চায়েতমুখী কর্মসূচি ও বিভ্রান্তিকর এজেন্ডা পরিহার করে প্রকৃত মানবাধিকারকর্মী তৈরি করার আহ্বান জানানো হয়। তিনি পথবাসী মানুষের জীবন, ক্ষুধার্ত মানুষের কষ্ট এবং ভুল চিকিৎসায় মৃত্যুর প্রবণতা কমিয়ে আনার বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেন। ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, ফুটপাত দখল বন্ধ, ভেজাল ওষুধ নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, মাদকব্যবসা প্রতিরোধ এবং গণধর্ষণের মতো জ্বলন্ত সামাজিক সমস্যার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলাও এবারের মানবাধিকার দিবসের লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। হিউম্যান এইড ইন্টারন্যাশনাল মনে করে, দেশের মানুষ এমন একটি বিচার বিভাগ পাওয়ার অধিকার রাখে, যেখানে মানবাধিকার সমুন্নত রেখে বিচারকার্য পরিচালিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান খান আমজাদ হোসেন। প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন এবং তাঁর স্বেচ্ছাসেবক দল সার্বিক সহযোগিতায় ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চের পরিচালক অধ্যাপক এবিএম শহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে থাকবেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গণস্বাস্থ্য ক্যান্সার গবেষক ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. সৈয়দ হুমায়ূন কবির, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক খান সেলিম রহমান এবং দৈনিক প্রাণের বাংলাদেশ-এর প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত সাংবাদিকদের সংবাদ সংগ্রহে সহযোগিতা করবেন কেন্দ্রীয় নারী ও শিশু বিভাগের প্রধান কামরুন তানিয়া, কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্ষদের সদস্য মো. নাজমুল খান, ইলিয়াস আহমেদ, শেখ শাহানা বাসিরাত। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে উক্ত অনুষ্ঠানে দেশের সচেতন নাগরিক, মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12