ছবি সংগৃহীত।
মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ডিসেম্বরের মধ্যস্তে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের সহায়তায় এ দেশকে মেধা শূন্য করতেই এদেশের যে মেধাবী, সূর্য সন্তানদের হত্যা করেছিল, সেই শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৭টার ৩ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ৭টা ২২ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা।
বুদ্ধিজীবিদের স্বরণে করুনসূর বাজিয়ে সম্মান করা হয়,পরে বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গদের সাথে কুশল বিনিময় করেন।
তার পরে একে একে প্রধান বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষ শ্রদ্ধা জানান।
১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে শুরু হয় পাকিস্তানি হানাদার বাহিনীর আমাদের দেশের বুদ্ধিজীবি, সাংবাদিক,লেখক, শিক্ষক, অধ্যাপক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হত্যা করে।
পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে তথা এদেশকে মেধা শূন্য করতেই পরিকল্পিত ভাবে এদেশের বুদ্ধিজীবিদের হত্যা করে পাকিস্তানি হানাদার ও তার দোসররা ।
Leave a Reply