1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

নিবন্ধন পেল নুরুল হক নুরের ‘গণ অধিকার পরিষদ’ ট্রাক প্রতিকে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬ বার পঠিত
ছবি সংগৃহীত

এবি পার্টির পর এবার নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি।

সোমবার (০২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে ইসি জানায়, The Representation of the People’s Order, 1972 এস Chapter VIA এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় আল রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা-১০০০ এ অবস্থিত ‘গণঅধিকার পরিষদকে (জিওপি)’ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে।

 

 

এর আগে আলোচিত রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নিবন্ধন পায়। উচ্চ আদালতের নির্দেশে গত বুধবার (২১ আগস্ট) তাদের নিবন্ধন দেয় নির্বাচন কমিশন (ইসি)। দলটির নিবন্ধন নম্বর ৫০ এবং প্রতীক ‘ঈগল’। ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পজ্ঞাপনে বলা হয়, ‘হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১০৯১৭/২০২৩-এর বিগত ১৮/০৮/২০২৪ তারিখের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও)-১৯৭২-এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয়, সায়হাম স্কাই ভিউ টাওয়ার চতুর্থ তলা, ৪৫ বিজয়নগর রোডে অবস্থিত আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন নিবন্ধন করিয়াছে।’

 

এবি পার্টির নিবন্ধনের আবেদন খারিজ করে গত বছরের ২৪ জুলাই চিঠি দেয় ইসি। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ওই বছরের ২৩ আগস্ট উচ্চ আদালতে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৩১ আগস্ট হাইকোর্ট রুল দেন। রুলে রাজনৈতিক দল হিসেবে এবি পার্টিকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। দলটিকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে ইসির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয় রুলে। চূড়ান্ত শুনানি শেষে গত রোববার রুল যথাযথ ঘোষণা করে রায় দেন আদালত।

 

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম (এবি পার্টির যুগ্ম আহ্বায়ক)। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন রানা ও যোবায়ের আহমেদ ভূঁইয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12