রাজধানীর মিরপুরে জাতীয়তাবাদী মিরপুর থানা ছাত্রদলের উদ্যোগে শুক্রবার ২০ই সেপ্টেম্বর বিকেল ৫.০০ টায়
ঢাকা-১৪ আসনে ২০১৮ সালে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বীতাকারী সংসদ সদস্য পদপ্রার্থী ও
দারুস সালাম থানা জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সংগ্রামী আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু’র নির্দেশনায় মিরপুর থানা ছাত্রদল চাঁদাবাজি, দখল,সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জনসচেতনতা মূলক হ্যান্ডবিল – লিফটের বিতরণ করে ও চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করে। মিছিলটি মিরপুর -১, সনি সিনেমা হল চত্ত্বর থেকে বাসস্ট্যান্ড হয়ে ক্যাপিটাল মার্কেটের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে মিরপুর – ১ নম্বর বাসস্ট্যান্ড সহ আশপাশের এলাকায় চাঁদাবাজি – দখলবাজি সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে হ্যান্ডবিল বিতরণ করা হয়। এসময় বিভিন্ন স্থানে জনগন কে ঐক্যবদ্ধ ভাবে সন্ত্রাসীদের প্রতিরোধে নিকটস্থ থানা ও সেনাক্যাম্পে যোগাযোগ করার জন্য আহ্বান জানান,মিরপুর থানা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আকিল আহমেদ অনিক তিনি বলেন, গত পাঁচ ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর কিছুলোক দলীয় নাম ভাঙ্গিয়ে দলের বদনাম করার জন্য বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলবাজি সহ সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়েছে। যেটা দল কখন সমর্থন করে না। ইতি পূর্বে আপনারা দেখেছেন যাদের বিরুদ্ধে এসমস্ত অভিযোগ পাওয়া গেছে তাদের দলথেকে অব্যহতি দেয়া হয়েছে তাদের কৃতকর্মের জন্য কারণ একটাই জাতীয়তাবাদী দল (বিএনপি) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান নির্দেশ দিয়েছেন প্রতিশোধ পরায়ণ নাহয়ে ধর্য্য ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জনগণের পাশে থাকার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা জনসচেতনতা মূলক কার্যক্রম করছি ও করবো । এসময় আরো উপস্থিত ছিলেন মেহেদী এনাম, ১২ নং ওয়ার্ড ছাত্রদলের মিরাজ, জাওয়াদ, সায়েম, সাকিব,৭ নং ওয়ার্ডের লোকমান, রাসেল, ১১ নং ওয়ার্ডের রাশেদ ইসলাম প্রান্ত প্রমুখ সহ ১১,১২, ও ৭ নং ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।
Leave a Reply