আজ বগুড়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এস.এম.ফারুক-এর দ্বিতীয় মৃতুবার্ষিকী। তিনি ২০২২ সালে ডিসেম্বর মাসের এই দিনে বগুড়া শহরের কামারগাড়ি তার নিজ বাস ভবনে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ৭ নং সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ১৯৭২ সালে তার হাত দিয়ে বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ গঠিত হয় এবং তিনি সংসদের প্রথম কমান্ডার ছিলেন। ১৯৭৮ সালে বিএনপি গঠিত হলে এস এম ফারুক বগুড়া জেলা কমিটির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক হন।১৯৭৯ সালে ২য় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২৭ বছর বয়সে বৃহত্তর বগুড়া সদর আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচিত হন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বে ছিলেন।সেই সময় বগুড়ার আর্থ-সামাজিক উন্নয়নে এস এম ফারুকের অনেক অবদান ছিল।
আজ তার মৃতুবাষির্কী উপলক্ষে তার পরিবার থেকে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআনখানি, কবর জিয়ারত ও গরীব দুঃস্থদের মাঝে খাবার এবং শীত বস্ত্র বিতরণ করা হবে।
Leave a Reply