1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
রবিবার, ০৪ মে ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

মিরপুরে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন গৌতম কুমার বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫ বার পঠিত

রাজধানীর মিরপুরে ট্রাফিক বিভাগের ডিসি হিসেবে যোগদান করেছেন গৌতম কুমার বিশ্বাস। তিনি যোগদানের পরেই নড়েচড়ে বসেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা, ঝিমিয়ে পরা ট্রাফিক ব্যবস্থা সচল করা, সড়কের যানযট নিরাসনে আইন শৃঙ্খলা গতিশীলতা ফিরিয়ে আনতে গত ২০”শে এপ্রিল মিরপুর ট্রাফিক বিভাগের (ডিসি) হিসেবে যোগদান করেন।

তার যোগদানের পর থেকেই মিরপুরে ট্রাফিক বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। ট্রাফিক সদস্যদের ভেতরে ফিরে এসেছে কর্মচঞ্চলতা ও নিয়ম শৃঙ্খলা। ইতিমধ্যেই তিনি যোগদান করার পর ট্রাফিক বিভাগের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন এর ফলে ট্রাফিক সদস্যদের অনেক নিয়ম নীতি মেনে দায়িত্ব পালন করতে হচ্ছে। ট্রাফিক ব্যবস্থা সিষ্ঠু ভাবে পরিচালনার পাশাপাশি নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন, সকল অনিয়ম থেকে দূরে থেকে যথাযথ ভাবে ট্রাফিক আইন প্রয়োগ এবং উত্তম ব্যবহারে নির্দেশ প্রদান করার ফলে প্রতিদিন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ট্রাফিক সদস্যরা। এর ফলে স্বস্তি এসেছেন নগরবাসীর মাঝে এ কারণে রাস্তায় যান চলাচল অনেকটা স্বাভাবিক লক্ষ করা গেছে যানজটমুক্ত ভাবে চলাচল করতে পেরে খুশি হয়েছে পরিবহনের যাত্রীরা।

ডিসি (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস বলেন, ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সচেতনতার মাধ্যমে নিজেদের আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চলাচল করতে হবে। তাহলে ট্রাফিকের শৃঙ্খলা ফিরে আসবে এবং মানুষ নিরাপদে চলাচল করতে পারবে। শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করে জেব্রা-ক্রসিং ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পারাপার পরামর্শদেন। বিভিন্ন ট্রাফিক সংকেত সম্পর্কে জেনে ও মেনে চলতে উৎসাহিত করতে অদ্য ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা কাজ করে যাচ্ছে বলেও যানান।

তিনি ট্রাফিক সদস্যদের উদ্দেশ্য করে বলেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে সদস্যদের প্রতি। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে সর্বোচ্চ ধৈর্য প্রদর্শনের নির্দেশ প্রদান করেন ও সচেতন নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি কর্মস্থলে সার্জেন্টগণের সুবিধা-অসুবিধার খোঁজ-খবর রাখছেন। এবং প্রতিকূল পরিবেশে কাজ করার সময় নিজের প্রতি বিশেষ যত্ন নিতেও সকলের প্রতি পরামর্শ দেন।

তিনি বলেন, ট্রাফিক সদস্যদের কোন অনিয়ম দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। কেউ যদি অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মিরপুর ট্রাফিক বিভাগে কোন দুর্নীতিবাজ পুলিশ সদস্য থাকতে পারবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন এই কর্মকর্তা। এবং ট্রাফিক পুলিশের সকল সদস্যদের অনিয়ম-দুর্নীতি থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। মিরপুর বিভাগের ট্রাফিক ডিসি হিসেবে যোগদানের পূর্বে তিনি নো পুলিশের এসপি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12