1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

ঝড়,বৃষ্টি, রৌদ্র তাপ যা-ই হোক দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।

মোঃ মনির হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৭৬ বার পঠিত

তীব্র তাপদাহনে পুড়ছে সারাদেশ প্রচুর গরমের তাপে হাঁসফাঁশ করছে প্রানীকুল, বাংলাদের তাপমাত্রা অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে।অতিষ্ঠ হয়ে পরেছে কর্মজীবি সাধারণ মানুষের জীবন যাত্রা।

আমাদের বাংলাদেশের মানুষ সাধারণত এই আবহাওয়ার সাথে চলাফেরা করে অভ্যস্ত না,তাই তীব্র তাপদাহনের কারণে জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। এই তীব্র গরমে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ ও শিশুরা এজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের সকল স্কুল ও কলেজ বন্ধ ঘোষনা করা হয়েছে এক সাপ্তাহের জন্য সচেতনতার জন্য বলা হয়েছে কাজ ছাড়া দুপুর বারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত ঘরে থাকার পরামর্শ দিয়েছে

বিভিন্ন সাস্থ্য সেবা ও সামাজিক সংগঠন গুলো
কারণ এসময় সূর্য মাথার উপরে অবস্থান করে। এই তীব্র গরমেও নগরবাসীর যানযট নিরাসনের জন্য সড়কে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের দায়িত্ব পালন করে আসছেন গরমকে উপেক্ষা করে।রাজধানী মিরপুরে পাইকপাড়া পুলিশ বক্স, বাংলা কলেজের সামনে দায়িত্বরত সার্জেন্ট জামাল এবিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন ঝড়, বৃষ্টি, রৌদ্র – তাপ যা-ই হোক না কেন দায়িত্ব এড়ানোর সুযোগ নেই, আমরা যারা সড়কে দায়িত্বে আছি আমরা নগরবাসীকে সড়কে যানযট মুক্ত রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করছি। উর্ধতন কর্মকর্তারা তীব্র গরমে সড়কে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য কোন উদ্যোগ নিয়েছে কি-না, তিনি বলেন আমাদের মাননীয় আইজিপি মহোদয় নির্দেশনায় কমিশনার সাহেব এবং মিরপুর জোনের ট্রাফিক ডিসি মহোদয় আমাদের জন্য বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন দিয়েছেন এবং ছাতা ব্যবহারের নির্দেশ প্রদান করেছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন বলেন আমি চাইলেই রাতারাতি সব পরিবর্তন করতে পারবোনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এমন গরম পরেছে আমরা এই আবহাওয়ার সাথে চলাফেরা করে অভ্যস্থ না, তাই বেশী বেশী বিশুদ্ধ পানি পান করতে হবে, বাহিরে বের হলে ছাতা বা কেপ /টুপি ব্যবহার করতে হবে, আগের অভ্যাস ত্যাগ করতে হবে,পরিস্থিতি জন্য নতুন অভ্যাস করতে হবে।
বিভিন্ন স্থানে দেখা যায়-যে বিভিন্ন থানার পুলিশ ও সেচ্ছাসেবী সংগঠন গুলো সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও শরবত বিতরণ করেন। ইতি পূর্বে হিট ষ্টোকে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপদহন থেকে মুক্তির জন্য রহমতের বৃষ্টির জন্য গত মঙ্গলবার রাজধানীর আফতাবনগরে ইস্তিস্কার নামাজ আদায় করেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, বুধবার ফরিদপুরে সালথা উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠে ইমাম মুফতি রবিউল ইসলাম সালাতুল তপ্ত ইস্তিস্কার নামাজ আদায় করেন এবং রহমতের বৃষ্টি জন্য মোনাজাত করেন।
আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে এই তাপমাত্রা আরো বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12