মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১০ আগস্ট বাদী হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় নিজের জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে। পরে প্রাণনাশের হুমকি দেয় এবং বাদীকে মারধর করে। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনসহ ২৮ জনকে আসামি করে মামলা করেন।রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ৫ ই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গত ১১ ই সেপ্টেম্বর রাজধানীর নিকুঞ্জ থেকে দবিরুল ইসলামের ছেলে সদ্য সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম (সুজন) কে গ্রেফতার করা হয়েছিল। ২৯ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত জাবিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক রহিমা খুতুন। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন আদালতের কাছে।
Leave a Reply