রাজধানী মিরপুরে বাঙলা কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্দ্যেগে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে ছাত্রলীগের নির্মম নির্যাতনে শিকার হয়ে নিহত হন বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ। তার পঞ্চম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের এই মৌন মিছিল ও স্মরণ সভা কর্মসূচী অনুষ্ঠান পালন করেন নেতা কর্মীরা।
রোববার (০৬ অক্টোবর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছিলেন। দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের যথাযথভাবে আজকের এই স্বরণ সভা ও মৌন মিছিল কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী সোমবার (০৭ অক্টোবর) নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে এ মৌন মিছিল ও স্মরণসভা পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
এ সময়ে মৌন মিছিলে অংশ গ্রহন করেন সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইব্রাহিম বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান, সহ-সভাপতি হাফিজ ও তরিকুল ইসলাম হৃদয়, সিনিয়র যুগ্ম সম্পাদক মিলন, যুগ্ম সম্পাদক মাজেদুল ইসলাম (সবুজ), যুগ্ম সম্পাদক আকাশ, যুগ্ম সম্পাদক কাজল, হুমায়ন, রবিন, রাকিব সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শের-ই-বাংলা হলের নিচতলায় সোমবার ভোর ৩টায় পুলিশ আবরারের লাশ উদ্ধার করে।আবাসিক হলের দ্বিতীয় তলায় ইনস্টল করা একটি ক্লোজ-সার্কিট ক্যামেরা ধারণ করা ফুটেজে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী আবরারের হাত ও পা ধরে টেনে করিডরে নিচে নামাচ্ছে।
এর আগের রাতে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করে। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়, শিক্ষার্থী আবরার ফাহাদকে ‘ভোঁতা জিনিসের’ মাধ্যমে পিটিয়ে হত্যা করা হয়। আবরারের একটি ফেসবুক পোস্টের কারণে তাকে সন্দেহ করে এই আক্রমণ করা হয়েছিল।
Leave a Reply