ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকায় আগুন দেয়ার ঘটনাকে কেন্দ্রকরে ভারতীয় আগ্রাসন এবং সকল ষড়যন্ত্রের পাঁয়তারা রুখে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের নেতা কর্মীরা।
এ সময় প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিয়েছেন সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন- সাধারন সম্পাদকঃ মাজেদুল ইসলাম সবুজ, মিছিলে আরও উপস্থিত ছিলেন মাহিম, নাসিম, তানভির, ফয়সাল, মারুফ, অপু, সাব্বির, রাজিন, রেজা, নাসির, শাকিল, সামি, খাইরুল, হাসিব, আলবিন, সিয়াম, সাজিদ, প্রিতম প্রমূখ।
বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় চিড়িয়াখানা রোডের ঈদগাহ মাঠ প্রঙ্গন থেকে প্রায় দের শতাধীক নেতা – কর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি সনি সিনেমা হল চত্বর হয়ে কয়েকটি সড়ক ঘুরে পুনরায় চিড়িয়াখানা রোডের ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এসে সমাপ্তি হয় এবং সংক্ষিপ্ত বক্তব্য বক্তারা ভারতের বিভিন্ন সমালোচনা করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে আমরা উৎখাত করতে পারলেও এখনো ভারতীয় আগ্রাসন ভাঙা যায়নি। তাদের ষড়যন্ত্র থেমে নেই তারা এখন ষড়যন্ত্র করে চলেছে।
শেখ হাসিনা সরকার যেভাবে ভারতকে শুধু দুইহাত ভরে দিয়ে গেছে, সেদিন আর নাই। পাকিস্তান, চীন, মায়ানমার ও শ্রীলঙ্কার মত বাংলাদেশেও ভারতের বন্ধু দেশ থাকবে না যদি অনতিবিলম্বে সব অন্যায্য চুক্তি ষড়যন্ত্র বন্ধ না করে। ❝ গত ১৬ বছরে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য ও বাজারে পরিণত করা হয়েছে। এখনই সময় এসেছে ভারতীয় আগ্রাসন ও ষড়যন্ত্র রুখে দেওয়ার ❞
এ সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন- সাধারন সম্পাদক মাজিদুল ইসলাম সবুজ বলেন,স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ১৬টি বছর আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, যেভাবে স্বৈরাচার সরকারকে উৎখাত করে আমাদের বাকস্বাধীনতা ফিরিয়ে এনেছি, সেভাবেই ভারতীয় সব অন্যায্য আগ্রাসন,ষড়যন্ত্রের পাঁয়তারা বিরুদ্ধে এখনি রুখে দেয়ার সময় এসেছে সকল ষড়যন্ত্র আমাদের সকলের ঐক্য বদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।
Leave a Reply